TMC Margram: মাড়গ্রামে পুলিশ সুপার বদলি
মাড়গ্রামে (Margram) বিস্ফোরণে জোড়ামৃত্যুর পরেই অপসারিত পুলিশ সুপার। অপসারিত বীরভূমের এসপি নগেন্দ্রনাথ ত্রিপাঠী। নগেন্দ্রনাথ ত্রিপাঠীর জায়গায় আনা হল ভাস্কর মুখোপাধ্যায়কে। নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেটের ওএসডি করা হল। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার (Police super) ছিলেন ভাস্কর মুখোপাধ্যায়। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার হলেন কোটেশ্বর রাও। অ্যান্টি কোরাপশন ব্যুরোর এসপি হেডকোয়ার্টার ছিলেন কোটেশ্বর রাও।