Birbhum: মাড়গ্রামে জোড়ামৃত্যুর পরেই অপসারিত পুলিশ সুপার | ABP Ananda LIVE
মাড়গ্রামে (Margram) বিস্ফোরণে জোড়ামৃত্যুর পরেই অপসারিত পুলিশ সুপার (Police Super) । অপসারিত বীরভূমের (Birbhum) এসপি নগেন্দ্রনাথ ত্রিপাঠী । নগেন্দ্রনাথ ত্রিপাঠীর জায়গায় আনা হল ভাস্কর মুখোপাধ্যায়কে । নেপথ্যে রয়েছে কংগ্রেস, দাবি মৃত নিউটন শেখের পরিবারের। অভিযুক্তরা আগে বিজেপি করত বলেও অভিযোগ করেছে তারা। ঘটনার জেরে স্থানীয় কংগ্রেস নেতা জহির শেখের বাড়িতে ভাঙচুর করা হয়। ওই এলাকায় কংগ্রেসের (Congress) সংগঠন রয়েছে এটাই জানা ছিল না, প্রতিক্রিয়া অধীর চৌধুরীর (Adhir Chowdhury)।