Bhagavad Gita Path:'ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ' আসতে পারেন প্রধানমন্ত্রী, অনুষ্ঠান নিয়ে শুরু তরজা।ABP Ananda LIVE
Continues below advertisement
চব্বিশে ডিসেম্বর 'ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ' অনুষ্ঠান ঘিরে রাজনীতির পারদ চড়ছে। নেতাদের বাক্যবাণে কৌরব-পাণ্ডব শিবিরও ভাগ হয়ে যাচ্ছে! ব্রিগেডে গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। বঙ্গ বিজেপি সূত্রে আগেই এই দাবি করা হয়েছে। আয়োজক সংগঠন জানিয়েছে, মুখ্যমন্ত্রী সহ রাজ্যের সব বিধায়ককেও আমন্ত্রণ জানানো হবে অনুষ্ঠানে।
Continues below advertisement
Tags :
Political Controversy DISTRICT Bhagavad Gita Path Brigade Bhagavad Gita Path PM Narendra Modi In Bhagavad Gita Path