Panchayat Election: বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট, নেতায় নেতায় বাগযুদ্ধে চড়ছে রাজনৈতিক পারদ
Continues below advertisement
বিজেপির রাজ্য সভাপতির মুখে ‘কোচবিহার দাওয়াই'। পুরসভা নির্বাচনের সময়কার বিজেপি এখন আর নেই। ‘কিছুদিন আগে কোচবিহারে বুঝিয়ে দিয়েছি। পঞ্চায়েত নির্বাচন হবে চোখে চোখ রেখে। দুধ দিলে ক্ষীর পাবে। কিন্তু অন্য কিছু দিতে হলে উপযুক্ত পরিণাম পাবে’, হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আমার হাত ভেঙে দেওয়া হয়েছিল, সেটা কি কোচবিহার দাওয়াই ? তৃণমূলের কোনও কর্মীকে দাওয়াই দেওয়ার চেষ্টা হলে.... দেহে এমন বিচুটিপাতা দেওয়া হবে যাতে বাইরে কাউকে দেখাতে পারবেন না’, পাল্টা হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের বিধায়ক উদয়ন গুহের
Continues below advertisement
Tags :
West Bengal Bangla News Bangla News Live Sukanta Majumdar Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Panchayat Election Coochbehar Tmc