DVC Water: DVC-র জল ছাড়া নিয়ে এখনও তুঙ্গে রাজনীতির পারদ! ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: জল ছাড়ার পরিমাণ কমিয়েছে DVC. কিন্তু জল নিয়ে এখনও তুঙ্গে রাজনীতির পারদ। DVC-কে দায়ী না করে, জমা জল সরাতে কাজ করুক সরকার। অবশ্যই এটা ম্যান মেড, এক্ষেত্রে ম্যান আপনাদের বনধু হেমন্ত সোরেন, সোশ্য়াল মিডিয়ায় আক্রমণ শানিয়েছে বিজেপি। পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূলও। 

বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। জল ছাড়ার পরিমাণও কমিয়েছে DVC...দামোদর তীরবর্তী যে সব এলাকা প্লাবিত হয়েছিল, সেসব জায়গায় পরিস্থিতি এখন অনেকটাই ভালো। কিন্তু, থামছে না রাজনৈতিক তরজা। DVC-কে 'ম্য়ান মেড' আক্রমণ মমতার পাল্টা তৃণমূলকে কটাক্ষ বিজেপির। রাজ্য়ের পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারের অধীনস্থ DVC-কেই কাঠগড়ায় তুলেছে নবান্ন।

এক্স হ্যান্ডেল পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, তেনুঘাট থেকে আচমকা বিশাল পরিমাণ জল ছাড়ার ফলে ভাসছে বাংলা। আমি ওঁকে (হেমন্ত সোরেন) বলেছি, ঝাড়খণ্ডের ছাড়া জলেই বাংলা ভাসছে। এটা ম্যান-মেড। পাল্টা, সোমবার X হ্য়ান্ডলে বিজেপির রাজ্য় সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্য়ায় লেখেন, আজ (সোমবার) সকাল ১০ টায় হলুদ সতর্কতা তুলে নিয়েছে DVC. মুখ্য়মন্ত্রীকে ট্য়াগ করে তিনি লেখেন, DVC-কে দায়ী না করে নিম্ন অববাহিকায় জমা জল সরাতে কাজ করুক সরকার। নিশ্চিতভাবে এটা ম্য়ান মেড বন্য়া। এবং সেই 'মানুষটি' আপনার বন্ধু হেমন্ত সোরেন। কেন আপনার অনুমতি ছাড়া তিনি জল ছাড়লেন? 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram