Rabindra Jayanti : রবি-প্রণামেও তুঙ্গে রাজনৈতিক তরজা ! কবিগুরুকে নিয়ে কার্যত কাড়াকাড়ি করল তৃণমূল-বিজেপি
রবি-প্রণামেও তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা। রবীন্দ্রনাথকে নিয়ে কার্যত কাড়াকাড়ি করল তৃণমূল-বিজেপি। মঙ্গলবার রবীন্দ্র জয়ন্তীর সকালে জোড়াসাঁকো আসেন অমিত শাহ। রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদানের পর ঠাকুরবাড়ি ঘুরে দেখেন তিনি। রবীন্দ্রভারতী কর্তৃপক্ষের কাছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সময় এবং জন্ম তিথি জানতে চান তিনি। আইনস্টাইনের সঙ্গে কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের সাক্ষাৎ হয়েছিল, তাও জানতে চান অমিত শাহ।