Fire Update: বিধ্বংসী আগুনে টেরিটি বাজারে ভস্মীভূত তিনতলা বাড়ির একাংশ
বিধ্বংসী আগুনে টেরিটি বাজারে ভস্মীভূত তিনতলা বাড়ির একাংশ। প্রোমোটিং-যোগের কারণে অন্তর্ঘাতের অভিযোগ ওঠায় ফরেন্সিক তদন্তের নির্দেশ দমকলমন্ত্রীর। লালবাজারের কাছে টেরিটি বাজারের ১২০ বছরের পুরনো বাড়িটির ভগ্নদশা। গতকাল প্রাণের ঝুঁকি নিয়ে ঘণ্টাদেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। এই পরিস্থিতিতে বিপজ্জনক বাড়ির তিনতলায় কীভাবে নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক দল, তা নিয়ে উঠছে প্রশ্ন। অন্যদিকে, নিরাপত্তার কারণে বাড়ির সামনে বসানো হয়েছে পুলিশ পিকেট।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Fire Update ABP Ananda Bengali News Terti Bazar