Kunal Ghosh: ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে বিজেপিকে হুঁশিয়ারি কুণাল ঘোষের। ABP Ananda Live
ABP Ananda Live: মুখে প্রতিহিংসার কথা না বলেও বিজেপি কর্মীদের তালিকা তৈরি করতে বললেন কুণাল। খেজুরিতে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে বিজেপিকে হুঁশিয়ারি কুণাল ঘোষের। 'সরকারের সুবিধা পেয়ে বিজেপির যে কর্মীরা হামলা চালিয়েছে, তাদের তালিকা তৈরি করুন'। 'দুটি তালিকা তৈরি করে একটি দিন পুলিশকে, অপরটি শিউলি সাহাদের'।'সেইসব বিজেপি কর্মীরা যেন কোনও সরকারি প্রকল্প আর না পান'। শিউলি সাহাদের নির্দেশ কুণাল ঘোষের। 'কতদিন চৈতন্যদেব সেজে থাকব?' 'সরকারে থাকার দায়বদ্ধতায় হাত গুটিয়ে কতদিন বসে থাকব?' খেজুরির সভা থেকে হুঙ্কার কুণাল ঘোষের। তমলুক, কাঁথিতে হেরে প্রকল্প বন্ধের হুঁশিয়ারি মন্ত্রী শিউলি সাহারও।
অন্য়দিকে, ভোট-পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে শুভেন্দুকে রাজভবনে ঢুকতে বাধাপুলিশকে কার্যত তুলোধোনা বিচারপতি অমৃতা সিন্হার। 'রাজ্যপালকে কি গৃহবন্দি করে রাখা হয়েছে?''যদি তা না হয়, তাহলে অনুমতি সত্ত্বেও দেখা করতে দেওয়া হচ্ছে না কেন?''আগেও বহুবার শুভেন্দু অধিকারী রাজভবনে গেছেন, কখনও বাধা দেওয়া হয়েছে?',পুলিশকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার'কটি গাড়িতে, কতজন রাজভবনে যেতে চান, জানতে চায় পুলিশ, 'কটি গাড়িতে কতজন আসবেন, সেটা আমাদের জানাতে হবে'।