Post Poll Violence: জগদ্দলে আকাশ যাদব খুনে ব্যবহৃত অস্ত্রের খোঁজে পুকুরে তল্লাশি CBI-এর।Bangla News
ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) মামলায় উত্তর ২৪ পরগনার জগদ্দলে খুনে ব্যবহৃত অস্ত্রের খোঁজে পুকুরে তল্লাশি চালাল সিবিআই। গত বছরের ২ মে খুন হন আকাশ যাদব। ওই খুনের ঘটনায় গ্রেফতার হন অভিযুক্ত সুমিত যাদব। সিবিআই সূত্রে দাবি, জেরায় ধৃত জানিয়েছে, খুনে ব্যবহৃত অস্ত্র জগদ্দলের পুরানিতলা এলাকায় একটি পুকুরে ফেলে দেওয়া হয়। সেই পুকুরেই ধৃতকে সঙ্গে নিয়ে তল্লাশি চালায় সিবিআই।
Tags :
Post Poll Violence North 24 Parganas ABP Ananda Bengali News ABP Ananda Digital Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Weapon এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Akash Jadav ভোট পরবর্তী সন্ত্রাস