Post Poll Violence: খেজুরিতে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত TMC কর্মীর পাশে তৃণমূলের প্রতিনিধি দল

Continues below advertisement

ABP Ananda Live: এবার বিজেপির বিরুদ্ধে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তৃণমূলের। খেজুরিতে 'আক্রান্ত'দের সঙ্গে পাশে তৃণমূলের প্রতিনিধি দল। ৪ সদস্যের প্রতিনিধি দলে কুণাল ঘোষ, বীরবাহা হাঁসদা, শিউলি সাহা ও উত্তম বারিক। খেজুরির লক্ষ্মণপুরে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত তৃণমূল কর্মী সুবল মিদ্যার পরিবার। ভোটের ফলপ্রকাশের পরই হামলা চালায় বিজেপি, অভিযোগ মিদ্যা পরিবারের।

অন্য়দিকে, আক্রান্তদের নিয়ে শুভেন্দুকে রাজভবনে ঢুকতে বাধা, সরব রাজ্যপাল, 'অনুমতি সত্ত্বেও গরিব মানুষদের রাজভবনে ঢুকতে দেওয়া হয়নি', 'আমি মানুষের রাজ্যপাল, সংবিধানের প্রতি দায়বদ্ধ', 'সংবিধান রক্ষায় প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ করব', 'নিরাপরাধ মানুষদের বন্দুকের নলের সামনে রাখা হচ্ছে', 'এটা কোনও সভ্য সরকার হতে দিতে পারে না', 'আমি মনে করিয়ে দিতে চাই, আইনের ঊর্ধ্বে কেউ নয়', ভোট-হিংসায় ঘরছাড়াদের সঙ্গে দেখা করে রাজ্য সরকারকে হুঁশিয়ারি রাজ্যপালের

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram