TMC Inner Clash: কাটোয়ার দাঁইহাটের পর বাঁশবেড়িয়ায় প্রকাশ্যে তৃণমূলের কোন্দল | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: লোকসভায় (loksabha election)জয়ী, তাও পুরসভায় ধরাশয়ী। কাটোয়ার (Katwa)দাঁইহাটের পর বাঁশবেড়িয়ায় প্রকাশ্যে তৃণমূলের কোন্দল(tmc inner clasjh)। পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধেই ক্ষোভ তৃণমূল কাউন্সিলরদের। চেয়ারম্যানের ঘরের সামনে পোস্টার হাতে অবস্থান তৃণমূল কাউন্সিলরদের। 'দুর্ব্যবহার করেন চেয়ারম্যান, অভাব-অভিযোগ শোনেন না'। 'তার জেরে পরিষেবা দিতে না পারায় পুরসভা এলাকায় তৃণমূলের হার'। 

পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও এক। আসানসোল-দুর্গাপুর কমিশনারেট সূত্রে খবর, মেঘালয়ের রিভয় জেলার খানাপাড়া থানা এলাকা থেকে চৌধুরী নামে এক দুষকৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি বিহারের শিবানে। আজ তাকে রিভয় জেলা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে আসানসোলে নিয়ে আসবে পুলিশ। এ নিয়ে এই ডাকাতির ঘটনায় গ্রেফতারের সংখ্য়া বেড়ে হল ৫। ৯ জুন ভরদুপুরে রানিগঞ্জ বাজারে সেনকো গোল্ডের শোরুমে হানা দিয়ে লুঠপাট করে পালায় দুষকৃতীরা। পুলিশের সঙ্গে তাদের গুলির লড়াই হয়। ডাকাতির দু ঘণ্টার মধ্যে আসানসোলের মহিশিলায় গানপয়েন্টে রেখে গাড়ি ছিনতাই করে দুষ্কৃতীরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola