Murshidabad News: উত্তপ্ত মুর্শিদাবাদের রানিনগর, তৃণমূলের সঙ্গে বাম-কংগ্রেস জোটের সংঘর্ষ

ABP Ananda LIVE: ভোটপর্ব(post poll violence) মেটার একমাস পরেও সন্ত্রাস অব্যাহত। সোনারপুরে বিজেপি পোলিং এজেন্ট(BJP POlling Agent), তাঁর স্ত্রী-ছেলেকে খুনের চেষ্টার অভিযোগ তৃণমূলের। অভিযোগ, গতকাল গভীর রাতে বিজেপি পোলিং এজেন্টের বাড়িতে চড়াও হন প্রতিবেশী ২ তৃণমূল কর্মী(tmc worker)। 

ABP Ananda LIVE: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস, হুমকি, জোর করে মেসেজ ডিলিট করানোর অভিযোগ উঠল উত্তর ব্যারাকপুর পুরসভার (Barrackpore Municipality)১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসূন সরকারের বিরুদ্ধে। অভিযোগকারিণীর দাবি, অভিযুক্ত এতটাই প্রভাবশালী যে, ভয়ে তিনি নোয়াপাড়া থানার পরিবর্তে ব্যারাকপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। যুবতীর অভিযোগ, ২০২১-এ আলাপ হওয়ার পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেন তৃণমূল কাউন্সিলর। বিয়ের জন্য চাপ দেওয়ায় গত ৮ জুন তাঁকে হুমকি দিয়ে সমস্ত মোবাইল মেসেজ ডিলিট করানো হয়।  অভিযোগকারিণীর দাবি, এরপর সোশাল মিডিয়ার মাধ্যমে তৃণমূল কাউন্সিলরের একাধিক সম্পর্কের কথা তিনি জানতে পারেন। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেন। অভিযোগ ভিত্তিহীন, দাবি অভিযুক্তের পরিবারের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola