Morning Headlines: পোস্তা, মাঝেরহাট সেতু-বিভ্রাটের স্মৃতি উস্কে এবার গার্ডেনরিচে মৃত্যুমিছিল

পোস্তা, মাঝেরহাট সেতু-বিভ্রাটের স্মৃতি উস্কে এবার গার্ডেনরিচে মৃত্যুমিছিল। মাঝরাতে হুড়মুড়িয়ে ভাঙল বেআইনি বহুতল। ৯জনের মৃত্যু। ১২জন আহত।  

গার্ডেনরিচে ধ্বংসস্তূপের নীচে এখনও ২জন আটকে। মিলল প্রাণের খোঁজ। দেওয়া হল জল, অক্সিজেন। দিনভর তল্লাশির পরে রাতে স্থগিত উদ্ধারের কাজ। 

বাইশের ডিসেম্বর থেকে কাজ শুরু, সব ফ্ল্যাটও বিক্রি। তাও কিছু জানত না পুরসভা! গ্রেফতার প্রোমোটার। পুরসভার অ্যাসিস্ট্যান্ট ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শোকজ। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola