Potato Prices Issue: রাজ্য সরকারের কড়া বার্তা, কর্মবিরতি প্রত্যাহার আলু ব্যবসায়ী সমিতির

Continues below advertisement

৩ দিন পর পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতি প্রত্যাহার। রাজ্য সরকারের কড়া বার্তার পর কর্মবিরতি প্রত্যাহার আলু ব্যবসায়ী সমিতির।

আলুর দাম নিয়ন্ত্রণে জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের। 'হিমঘরে আলু আটকে রাখা যাবে না, প্রয়োজনে হিমঘরে অভিযান'। ডিএম-দের সঙ্গে বৈঠকে কড়া বার্তা মুখ্যসচিবের।

দীর্ঘমেয়াদী শেয়ার, মিউচুয়াল ফান্ড, বন্ড বা বাজার থেকে পাওয়া ক্য়াপিটাল গেনে কর বাড়াল মোদি সরকার। দীর্ঘমেয়াদী ক্যাপিটাল গেনে করের হার ১০ শতাংশ থেকে বাড়িয়ে করা হল সাড়ে ১২ শতাংশ। পাশাপাশি জমি, বাড়ির মতো সম্পত্তির ক্ষেত্রে লং টার্ম ক্য়াপিটাল গেনে ইন্ডেক্সেশন তুলে দিয়েছে মোদি সরকার। 

নতুন প্রজন্মের অনেকেই ব্য়াঙ্কের তুলনায় শেয়ার বাজারে বিনিয়োগে স্বচ্ছন্দ। দিনে দিনে ফুলেফেঁপে উঠছে বাজার। ৬০ থেকে ৭০ হাজার, ৭০ হাজার থেকে ৭৫ হাজার...৭৫ হাজার পেরিয়ে এখন ৮০ হাজার। শেয়ার বাজার যেন ছুটছে! এই পরিস্থিতিতে এবারের বাজেটে দীর্ঘমেয়াদী শেয়ার, মিউচুয়াল ফান্ড, বন্ড বা বাজার থেকে পাওয়া মূলধনী লাভ অর্থাৎ দীর্ঘকালীন ক্যাপিটাল গেনের ওপর কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১২.৫ শতাংশ করা হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram