Death News:প্রয়াত শ্রী সারদা মঠের সাধারণ সম্পাদিকা প্রব্রাজিকা অমলপ্রাণা মাতাজি।ABP Ananda Live
প্রয়াত শ্রী সারদা মঠের সাধারণ সম্পাদিকা প্রব্রাজিকা অমলপ্রাণা মাতাজি। বয়স হয়েছিল ৯২ বছর। বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ২২ অক্টোবর থেকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন। তারপর দুবার হার্ট অ্যাটাকও হয়। রবিবার সকালে তাঁর ইচ্ছা অনুযায়ী দক্ষিণেশ্বরের সারদা মঠে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাত ৮টা ১২ মিনিটে শেষনিঃশ্বাস ত্য়াগ করেন প্রব্রাজিকা অমলপ্রাণা মাতাজি। শেষ শ্রদ্ধার জানানোর জন্য আজ সকাল ১০টা পর্যন্ত সারদা মঠে রাখা থাকবে মরদেহ। আজ কাশীপুর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE Kolkata ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Sarada Math