Ramakrishna Mission: জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের জমি দখল ও হামলার ঘটনায় গ্রেফতার প্রদীপ রায় | ABP Ananda LIVE:

ABP Ananda LIVE: জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের জমি দখল ও হামলার ঘটনায় ১৩ দিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত প্রদীপ রায়। ধৃত জমি-মাফিয়াকে আজই জলপাইগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। অভিযোগ ওঠে, ১৯ মে ভোরে শিলিগুড়ির শালুগাড়ার রামকৃষ্ণ মিশনের জমি দখল করতে প্রদীপ রায়ের নেতৃত্বে হামলা চালায় সশস্ত্র গুন্ডাবাহিনী। নিরাপত্তারক্ষী এবং আশ্রমের আবাসিকদের খুনের হুমকি দিয়ে বাড়িছাড়া করা হয়। CC ক্য়ামেরা ভেঙে ফেলার পাশাপাশি, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। ওই ঘটনায় ৬ জন গ্রেফতার হলেও মূল অভিযুক্ত অধরা ছিল। গতকাল তাঁকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে রামকৃষ্ণ মিশনে হামলাকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল ৭।

লোকসভা ভোটে (Lok Sabha Election 2024 ) বাংলায় অন্যতম হেভিওয়েট কেন্দ্র হল সন্দেশখালি (Sandeshkhali)। জানুয়ারিতে পা দিয়েই সারা দেশের কেন্দ্রবিন্দুতে ছিল রামমন্দির ইস্যু। ঠিক সেভাবেই সন্দেশখালি ইস্যু রাজ্যের বুকে বড়সড় দাগ কেটে যায়। অভিযোগের পর অভিযোগে প্রায় জেরবার শাসকদল। দলে থাকাকালীন শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে নারী নির্যাতনের অভিযোগে আগুন জ্বলে এই এলাকায়। কেন্দ্রীয় বাহিনীর (Centra Force) উপর হামলার পড়েই নড়ে বসে প্রশাসন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola