Pranab Mukherjee: 'প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন বাবা', দাবি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠার | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: প্র্ধানমন্ত্রী হতে চেয়েছিলেন বাবা, দাবি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠার । তবে উনি জানতেন, উনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, দাবি শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের । 'হয়তো সনিয়া মনে করেছিলেন প্রণব মুখোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে, তিনি সনিয়ার নেতৃ্ত্ব চ্যালেঞ্জ করবেন' । 'তাই সনিয়া তাঁর এবং তাঁর পরিবারের স্বার্থ সুরক্ষিত রাখতে চেয়েছিলেন' । তাঁকে বাবা এমনটাই জানিয়েছিলেন, দাবি প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি কন্যার
Continues below advertisement