Lok Sabha Vote: 'নির্বাচন সদনকে এই স্কুলেই বসিয়ে রাখতে হবে, SLR দিয়ে লাভ নেই', মন্তব্য প্রসূনের

ABP Ananda LIVE: 'নির্বাচন সদনকে এই স্কুলেই বসিয়ে রাখতে হবে'। 'ভাল করে জল-টল দিয়ে দেবেন, অযত্ন করবেন না'। 'শুধু বলবেন, প্রসূন বন্দ্যোপাধ্যায়(Prasun Banerjee) খেলতে এসেছে'। 'বুটের দপদপানি, একে ফর্টি সেভেন, এসএলআর দিয়ে লাভ নেই'। 'আইনকানুন, অবজার্ভার বুঝে নেব'। 'বিএসএফ(BSF), প্যারা মিলিটারিকে বলছি, আইনের মধ্যে থাকুন, আমরাও আছি'। 'নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ হোক'। 'প্যারা মিলিটারি যদি ভয় দেখায়, আমি আছি'। 'মাঠে প্রসূন বন্দ্যোপাধ্যায়, খেলা হবে'। প্রচারে গিয়ে হুঙ্কার মালদা উত্তরের তৃণমূল প্রার্থী(TMC), প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola