Abhishek Banerjee:'প্রেমকুমার বর্মনের দেহে ১৮০টি ছররা গুলি',ময়নাতদন্তের রিপোর্ট হাতে আক্রমণ অভিষেকের

Continues below advertisement

Abhishek Banerjee: 'বিএসএফের (BSF) গুলিতে নিহত রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের (Prem Kumar Barman) দেহে ১৮০টি ছররা গুলি'। ময়নাতদন্তের রিপোর্ট (Autopsy report)দেখিয়ে বিএসএফ (BSF) ও বিজেপিকে (bjp) একযোগে আক্রমণ অভিষেকের (Abhishek Banerjee)। 'রাজবংশী যুবক প্রেম কুমার বর্মনকে হত্যা করেছে বিএসএফ'। 'সে কি জঙ্গি, তার থেকে গরু পাওয়া গিয়েছে, না কি সোনা পাচার করছিল?'। '৪৮ ঘণ্টা সময় দিলাম, জবাব দিন নিশীথ প্রামাণিক (Nishit Pramanik), জবাব দিক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক'। 'কাশ্মীরে জঙ্গি মারা বন্দুক দিয়ে প্রেম কুমার বর্মনকে খুন করা হয়েছে'। 'গরু পাচারকারী হিসেবে সন্দেহ হলে গ্রেফতার করে ব্যবস্থা নেওয়া উচিত ছিল'। 'পরিবার এফআইআর (FIR) দায়ের করেছে, পুলিশকে বলব শেষ দেখে ছাড়ব'। 'দরকার হলে হাইকোর্ট,(High court) সুপ্রিম কোর্ট (Suprime Court) পর্যন্ত যাব'। 'প্রেম কুমারের শরীর থেকে ১৮০টি গুলির টুকরো মিলেছে'। 'অতিরিক্ত রক্তক্ষরণে প্রেম কুমারের মৃত্যু হয়েছে'। 'যারা ধর্মের রাজনীতি করে, রাজবংশীদের কথা বলে, সেই বিজেপি একবারও প্রেম কুমারের বাড়িতে গিয়েছে?'। 'যে প্রেম কুমার বর্মনকে মেরেছে, তার মাথায় প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যার হাতই থাকুক, শেষ দেখে ছাড়ব'। 'এক থেকে দু'মাসের মধ্যে যে গুলি চালিয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে'। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram