Durga Puja: শোভাবাজার রাজবাড়িতে শুরু বিসর্জনের প্রস্তুতি, প্রতিমাকে বরণ করে, কনকাঞ্জলি দিয়ে বিদায়
শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো হচ্ছে ২৬৭ বছর ধরে। সাবেকিয়ানা আর বনেদিয়ানার মেলবন্ধন এই পুজো। আজ উমাকে বিদায় জানানোর দিন। সকাল থেকেই শোভাবাজার রাজবাড়িতে শুরু হয়েছে বিসর্জনের প্রস্তুতি। দশমীর সকালে পুজোর পর দর্পণে বিসর্জন হয়। এরপর প্রতিমাকে বরণ করে, কনকাঞ্জলি দিয়ে বিদায় জানানো হয় মহামায়াকে। বাহকের কাঁধে চাপিয়ে, শোভাবাজার রাজবাড়ি থেকে শোভাযাত্রা করে বাগবাজার ঘাটে গিয়ে গঙ্গায় প্রতিমা বিসর্জন দেওয়া হয়।