Opposition Meet: দেরি না করে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি! প্রাথমিক বৈঠক থেকে বার্তা বিরোধী নেতাদের

Continues below advertisement

দেরি না করে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি! বৃহস্পতিবার মুম্বইয়ে INDIA জোটের প্রাথমিক বৈঠক থেকে এই বার্তাই দিলেন বিরোধী নেতারা। সূত্রের দাবি, বৃহস্পতিবারের প্রাথমিক পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ২ অক্টোবর INDIA জোটের অভিন্ন ন্য়ূনতম কর্মসূচি প্রকাশ করা হবে। পাশাপাশি এদিনের আলোচনায় মূলত জোর দেওয়া হয় আসন সমঝোতার ওপর। বিরোধী শিবিরের নেতা-নেত্রীরা প্রায় সকলেই সওয়াল করেন---যত বেশি সম্ভব আসনে একের বিরুদ্ধে একের লড়াইয়ের ফর্মুলা কার্যকর করতে হবে। তবে যেখানে তা সম্ভব হবে না, সেখানে বাস্তবতাও মেনে নিতে হবে। সূত্রের খবর, বৈঠকে অরবিন্দ কেজরিওয়াল বলেন, আসন সমঝোতার জন্য় আলাদা করে কোনও পদ্ধতি নেওয়া হোক। ৩০ সেপ্টেম্বরের মধ্য়ে এনিয়ে সিদ্ধান্ত নেওয়া হোক। বৃহস্পতিবারের বৈঠকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, নষ্ট করার মতো সময় নেই। এখন থেকেই জোটকে ঐক্য়বদ্ধ করে ঝাঁপিয়ে পড়তে হবে। এখনই সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে ঝাঁপাতে হবে। যৌথ প্রচার কর্মসূচি, প্রচার কমিটি. সোশাল মিডিয়া-সহ অন্য়ান্য় কিছু বিষয়ে অ্য়াকশন প্ল্য়ান. রিসার্চ এবং ডেটা সংক্রান্ত কমিটি এবং মুখপাত্রদের টিম তৈরি নিয়েও আলোচনা হয় বৈঠকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram