Primary Recruitment: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় একদিনে নিজাম প্যালেসে হাজিরা ২ তৃণমূল কাউন্সিলরের
Continues below advertisement
ABP Ananda LIVE: প্রাথমিক নিয়োগ দুর্নীতি(Primary Recruitment Scam) মামলায় একদিনে নিজাম প্যালেসে (Nizam Palace)হাজিরা ২ তৃণমূল কাউন্সিলরের। বাপ্পাদিত্য দাশগুপ্ত (Bappyaditya Dasgupta), দেবরাজ চক্রবর্তীকে (Debraj Chakraborty) সাড়ে ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ। আবার ৩১ তারিখ তলব করা হয়েছে বলে দাবি করেছেন দেবরাজ। অন্যদিকে, নিজামে হাজিরা দেন মিডলম্যান প্রসন্ন রায়। সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন পার্থ ঘনিষ্ঠ প্রোমোটার রাজীব দে।
Continues below advertisement
Tags :
Primary Recruitment ABP Ananda LIVE Nizam Palace Debraj Chakraborty Bappyaditya Dasgupta TMC Counsellors