Primary Jobs: প্রাথমিকে নিয়োগে ২০১৭-র টেট উত্তীর্ণদের বয়সে ছাড়, বসা যাবে চল্লিশ পেরোলেও।Bangla News
প্রাথমিকে নিয়োগে ২০১৭-র টেট উত্তীর্ণদের বয়সে ছাড়। চল্লিশ পেরোলেও বসা যাবে নিয়োগ পরীক্ষায়। আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্ষদের। ২০১৭-র ১২ মে থেকে আজ পর্যন্ত সময়সীমার মধ্যে বয়সে ছা়ড়। পাশাপাশি কেন্দ্রীয় টেট উত্তীর্ণদের নিয়োগের জন্য আবেদনে ছাড়পত্র।
আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্ষদের। দু'টি ক্ষেত্রেই নতুন করে আবেদন নেওয়া হবে, জানাল পর্ষদ।
Tags :
Job ABPAnandaLive Primarytet BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda Tet BanglaNews