Primary TET: AI-এর সাহায্য নিচ্ছে পর্ষদ, মোবাইল-ঘড়ি নিষেধ, চলছে TET
শিক্ষা-দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই আজ প্রাথমিকের টেট। স্বচ্ছতা বজায় রাখতে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিভিন্ন জেলার নামে তৈরি করা হয়েছে ডেস্ক। প্রতিটি ডেস্ক থেকে সিসি ক্যামেরায় চলছে পরীক্ষা কেন্দ্রে নজরদারি। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থী, পরীক্ষা-পরিদর্শক থেকে শুরু করে সেন্টার ইনচার্জ, সবাইকেই মোবাইল ফোন জমা রেখে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হচ্ছে। পরীক্ষার্থীর পরিচয় যাচাইয়ে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স অর্থাৎ AI প্রযুক্তির সাহায্য নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষা কেন্দ্রে জলের বোতল, ঘড়ি নিয়েও ঢোকাও নিষেধ। OMR শিট নিরাপদে রাখার জন্য কড়া পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, তিনটি ভাগে চলছে নজরদারি।
Tags :
Kolkata News Bangla News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel #POLITICS TET Security