Prinsep Ghat: উৎসবের মুডে রাজ্যবাসী, বড়দিনে জমজমাট সেলেব্রেশন প্রিন্সেপ ঘাটেও

আজ বড়দিন। কলকাতা থেকে জেলা। উৎসবের মুডে রাজ্যবাসী৷ জমিয়ে শীত নেই তো কী হয়েছে! বড়দিনে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, কেক, এসব তো আছে। আর তাই নিয়েই আজ থেকেই উৎসবে মাতোয়ারা গোটা রাজ্য। দরজায় কড়া নাড়ছে নতুন বছর। সপ্তাহভর চলবে আগামী বছরকে সাদরে বরণ করে নেওয়ার প্রস্তুতি। বড়দিন এবং বছর শেষের উত্‍সব উপলক্ষে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola