Arnab Dam: কেটেছে জট, আজই পিএইচডি-তে ভর্তি হতে পারেন জেলবন্দি মাওবাদী নেতা অর্ণব

Continues below advertisement

 Maoist Leader Arnab Dam Ph.D Admission: ভর্তি ইস্যুতে কেটেছে জটিলতা। সোমবারই সম্ভবত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাওবাদী নেতা অর্ণব দাম। জেলবন্দি মাওবাদী নেতা অর্ণব দাম যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় প্রথম হওয়াতেই কি, স্থগিত রাখা হয়েছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে PhD-র ভর্তি প্রক্রিয়া? বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্যে, সেই ইঙ্গিতই মিলেছে। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে PhD করার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় প্রথম হয়েছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাওবাদী নেতা অর্ণব দাম। অ্যাকাডেমিক স্কোর ও ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ নম্বর পেয়েছেন তিনি।ইতিহাস নিয়ে গবেষণা করার জন্য মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিং হওয়ার কথা ছিল। কিন্তু, তা আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে, বর্ধমান বিশ্ববিদ্যালয় ইতিহাস ছাড়া অন্য সব বিভাগের  পিএইচডির জন্য ভর্তি প্রক্রিয়া অপরিবর্তিতই রয়েছে।

২০১০-এর ১৫ ফেব্রুয়ারি,শিলদায় EFR ক্যাম্পে হামলা চালায় মাওবাদীরা। এই ঘটনায় মৃত্যু হয় ২৪ জন EFR জওয়ানের। এই হামলার ঘটনায় ২৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।তার মধ্যে ছিলেন মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম।এখন তিনি হুগলি জেলে বন্দি রয়েছেন। আদালতের অনুমতি নিয়ে পুলিশি নিরাপত্তায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গিয়ে পিএইচডি-র জন্য ইন্টারভিউ দেন অর্ণব, এবং প্রথম হন। কিন্তু তারপর আচমকাই স্থগিত করে দেওয়া হয় ইতিহাস বিভাগে ভর্তির প্রক্রিয়া। ABP Ananda LIVE

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram