Bus Service Interrupted: তিনদিন সুন্দরবন ও ডায়মন্ড হারবারজুড়ে বন্ধ বেসরকারি বাস ও মিনিবাস পরিষেবা
Bus Service Interrupted: সপ্তাহের শুরুতেই টানা তিনদিন সুন্দরবন ও ডায়মন্ড হারবারজুড়ে বন্ধ বেসরকারি বাস ও মিনিবাস পরিষেবা। চূড়ান্ত দুর্ভোগের শিকার যাত্রীরা। বেআইনি যানের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টে পুলিশ তাঁদের ওপরেই জুলুম করছে বলে অভিযোগ করেছেন বাস মালিকরা। ব্য়বস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবহণ দফতর।