Hindusthan Motors: উত্তরপাড়ায় হিন্দুস্তান মোটর্সের বন্ধ কারখানার জমি অধিগ্রহণে সমস্যা
উত্তরপাড়ায় হিন্দুস্তান মোটর্সের বন্ধ কারখানার জমি অধিগ্রহণ করতে গিয়েও শেষ মুহূর্তে কর্মসূচি স্থগিত রাখল প্রশাসন। পুলিশ সাত সকালে কারখানায় গিয়ে পজিশন নিলেও, নির্ধারিত সময়ে গেলেন না সরকারি আধিকারিকরা। আর এই নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital Uttarpara ABP Ananda ABP Ananda Bengali News Hindusthan Motors