Independence Day 2023: চার দশক ধরে প্রবাসে থেকেও গ্রামের টান অটুট, পিংলায় দুঃস্থ পড়ুয়াদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান অধ্যাপকের
পেশাগত কারণে চার দশক ধরে বিদেশই তাঁর ঘরবাড়ি। কিন্তু ভোলেননি নিজের গ্রামকে। পশ্চিম মেদিনীপুরের পিংলার গ্রামে দুঃস্থ পড়ুয়াদের জন্য চালাচ্ছেন একটি শিক্ষা প্রতিষ্ঠান।মঙ্গলবার পড়ুয়াদের সঙ্গে স্বাধীনতা দিবস উদ্যাপন করলেন অধ্যাপক।