Bhangar Protest:সেচ দফতরের জায়গায় অবৈধ নির্মাণের অভিযোগ, ভাঙড়ে বিক্ষোভের মুখে কাইজার আহমেদ।ABP Ananda LIVE
Continues below advertisement
ভাঙড়ে তৃণমূল নেতা কাইজার আহমেদকে ঘিরে বিক্ষোভ। সেচ দফতরের জায়গায় অবৈধ নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ। ভাঙড়ে ২ নম্বর ব্লকের পাঁচগাছিয়া পালপাড়ায় উত্তেজনা। খালপাড়ে সেচ দফতরের প্রায় ৩ একর খাস জমি, দাবি স্থানীয়দের। অবৈধভাবে খাস জমি কিনেছেন তৃণমূল নেতা কাইজার আহমেদ, দাবি স্থানীয়দের। জমি দখলের প্রশ্নই নেই, কেনা জমি ক্লাবকে দান করা হয়, দাবি কাইজারের।
Continues below advertisement
Tags :
Illegal Construction DISTRICT Bhangar Protest Agitation In Bhangar TMC Leader Kaizer Ahmed Faces Agitation