Bhangar Protest:সেচ দফতরের জায়গায় অবৈধ নির্মাণের অভিযোগ, ভাঙড়ে বিক্ষোভের মুখে কাইজার আহমেদ।ABP Ananda LIVE
ভাঙড়ে তৃণমূল নেতা কাইজার আহমেদকে ঘিরে বিক্ষোভ। সেচ দফতরের জায়গায় অবৈধ নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ। ভাঙড়ে ২ নম্বর ব্লকের পাঁচগাছিয়া পালপাড়ায় উত্তেজনা। খালপাড়ে সেচ দফতরের প্রায় ৩ একর খাস জমি, দাবি স্থানীয়দের। অবৈধভাবে খাস জমি কিনেছেন তৃণমূল নেতা কাইজার আহমেদ, দাবি স্থানীয়দের। জমি দখলের প্রশ্নই নেই, কেনা জমি ক্লাবকে দান করা হয়, দাবি কাইজারের।
Tags :
Illegal Construction DISTRICT Bhangar Protest Agitation In Bhangar TMC Leader Kaizer Ahmed Faces Agitation