Journalist Arrest: সাংবাদিক দেবমাল্য বাগচীকে গ্রেফতারের প্রতিবাদে শুক্রবারও প্রতিবাদ চলছে জেলায় জেলায়। ABP Ananda Live
সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদ নানা মহলে। আনন্দবাজার পত্রিকার সাংবাদিক দেবমাল্য বাগচীকে গ্রেফতারের প্রতিবাদে শুক্রবারও প্রতিবাদ চলছে জেলায় জেলায়, নানা মহলে। দেবমাল্যর নিজের শহর খড়্গপুর প্রেস ক্লাবের তরফে এ দিন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারের সঙ্গে দেখা করে বিষয়টি নিষ্পত্তির দাবি জানানো হয়। খড়্গপুরের মহকুমাশাসকের কাছেও বিভিন্ন সংগঠনের তরফে দেবমাল্যর মুক্তির দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বর্ধমান শাখার ডাকে এ দিন প্রতিবাদ সভা হয়েছে বর্ধমান শহরের কার্জন গেটে। এই গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে প্রেস বিবৃতি দিয়েছে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতিও। সমাজ মাধ্যমেও সংবাদ-গোষ্ঠীর সঙ্গে যুক্ত অনেকে, এমনকী তার বাইরেও বহু মানুষ বিষয়টি নিয়ে সরব হয়েছেন। আনন্দবাজারের এই সাংবাদিক ‘রাজরোষে’র স্বীকার বলে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবীণ পরিবেশকর্মী সুভাষ দত্ত। উল্লেখ্য, বুধবার দেবমাল্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, চোলাইয়ের রমরমা নিয়ে একটি খবর করার প্রেক্ষিতেই চোলাই কারবারির আত্মীয়েরা চোলাই নিয়ে অভিযোগকারিণী ও সংশ্লিষ্ট সাংবাদিকের নামে মামলা করে। তার ভিত্তিতে তফসিলি জাতি ও জনজাতিদের বিরুদ্ধে অত্যাচার প্রতিরোধ আইনে এফআইআর হয়। সাংবাদিক দেবমাল্য বাগচী এবং অভিযোগকারিণী বাসন্তী দাসকে গ্রেফতার করা হয়। বুধবার দেবমাল্যদের মেদিনীপুর আদালতে হাজির করিয়েছিল পুলিশ। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ হয়েছে। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারের দাবি, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে । তদন্তে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।