Lok Sabha Election: হনুমান মন্দিরে পুজো, শেষে প্রসাদ বিলি, প্রচারে নামলেন দার্জিলিঙের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা
প্রচারে নামলেন দার্জিলিঙের (Darjeeling) তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী গোপাল লামা (Gopal Lama)। শুক্রবার প্রথমবার শিলিগুড়িতে (Siliguri) প্রচারে নামলেন তিনি। প্রচারের আগে শিলিগুড়ির মাল্লাগুড়িতে হনুমান মন্দিরে দিলেন পুজো। পুজোর শেষে করলেন প্রসাদ বিলি।