Puja Sarkar Death: ফ্ল্যাট মালিকের সঙ্গে স্থানীয়দের বক্তব্যে ফারাক, মডেলের মৃত্যুতে বাড়ছে রহস্য : Bangla News
Continues below advertisement
বাঁশদ্রোণী থানার উল্টোদিকে বহুতল থেকে উদ্ধার উঠতি মডেলের ঝুলন্ত দেহ। আত্মহত্যা বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা ১৯ বছরের পূজা সরকার গোবরডাঙা হিন্দু কলেজে পড়ার পাশাপাশি, মডেলিংও করতেন। ফ্ল্যাট মালিকের দাবি, মাসছয়েক আগে এক বন্ধুর সঙ্গে মিলে বাঁশদ্রোণীর ওই বহুতলের একতলার ফ্ল্যাট ভাড়া নেন পূজা। ঘটনার সময় ফ্ল্যাটে থাকলেও মডেলের সঙ্গী কেন কিছু টের পেলেন না, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনায় ফ্ল্যাট মালিকের সঙ্গে স্থানীয়দের বক্তব্যে ফারাক রয়েছে। ওই ফ্ল্যাটে একসময় দুই তরুণ ও দুই তরুণী থাকতেন। গভীর রাতে বাড়ি ফেরা থেকে শুরু করে ফ্ল্যাটে প্রায়ই বচসা হত। গতকাল রাতে ওই ফ্ল্যাট থেকেই উঠতি মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
Continues below advertisement
Tags :
Death Bansdroni #ABPAnandaLive Model Death Banglanews #ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital এবিপিআনন্দ এবিপিআনন্দলাইভ বাংলাখবর Bansdroni Update Puja Sarkar Bnashdroni Model Death Puja Model ABPAnanda ABPAnandaBengaliNews