KMC Election 2021: পুর-যুদ্ধ (Seg 2): মীনাদেবী পুরোহিতকে 'হেনস্থা' থেকে বেলেঘাটায় বোমাবাজি, পুরভোট ঘিরে সরগরম মহানগরী । Bangla News

Continues below advertisement

কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডে আজ ভোটগ্রহণ। কিন্তু ৬ টি বুথের একটিতেও নেই বিজেপির (BJP) এজেন্ট। বিজেপি এজেন্টকে বুথে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। রয়েছেন একাধিক নির্দল এজেন্ট। আটকানো হয় এবিপি আনন্দর ক্যামেরা। বুথের বাইরে বার করে দেওয়া হয়। এদিকে, বেলেঘাটায় (Beleghata) ৩০ নম্বর ওয়ার্ডে বোমাবাজি। তৃণমূলের (TMC) অভিযোগ, আজ ভোর ৪টে থেকে ৫টা পর্যন্ত পরপর চারটি বোমাবাজি হয়েছে। পাশাপাশি তৃণমূলের ক্যাম্পের ব্যানার ছিঁড়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। অন্যদিকে, জোড়াবাগান (Jorabagan) এলাকায় কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ও ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতকে (Mina Devi Purohit) হেনস্থা, পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নির্দল প্রার্থীদের মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থী শ্যামপ্রকাশ পুরোহিতের। নিজেই গণ্ডগোল পাকিয়েছেন, পাল্টা অভিযোগ তৃণমূলের। অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ কমিশনের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram