Burdwan Medical : বর্ধমান মেডিক্যালে ২৮জনের ছানি অপারেশন, ১১জনের সমস্যা ! রিপোর্ট পৌঁছল স্বাস্থ্য দফতরে

Continues below advertisement

ছানি অপারেশন করতে এসে ‘বিপত্তি’, চোখে সংক্রমণ। পূর্ব বর্ধমান স্বাস্থ্য দফতরের তরফে ছানি অপারেশন। বর্ধমান মেডিক্যালে ২৮জনের ছানি অপারেশন, ১১জনের সমস্যা। ১১জনের চোখে সংক্রমণ হওয়ায় আনা হল কলকাতায়। রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোজিতে আনা হয় ১১জনকে। ৪জনের চোখে এখনও সংক্রমণ, জানাল আরআইও। ‘উদ্বেগজনক অবস্থায় আনা হয়, এখনও সাড়া মিলছে চিকিৎসায়’। দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হবে না বলে আশাবাদী আরআইও।
কেন বিপত্তি ? বর্ধমান মেডিক্যাল থেকে রিপোর্ট এল স্বাস্থ্য দফতরে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram