East Burdawan : গলসিতে ভোজ্য তেলের গুদামে বিধ্বংসী আগুন, ভস্মীভূত কারখানাও।Bangla News
পূর্ব বর্ধমানের গলসিতে ভোজ্য তেলের কারখানায় বিধ্বংসী আগুন। ভস্মীভূত কারখানার গুদাম। গতকাল রাত ১১টা নাগাদ গলসির ভাসাপুলে ওই ভোজ্য তেলের কারখানার গুদামে আগুন লাগে। তুষের মতো দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের ৪টি ইঞ্জিন রাতভর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। আগুন লাগার কারণ জানা যায়নি।
Tags :
ABP Ananda Bengali News ABP Ananda Digital Bengali News Bengali News Live Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Ananda Live এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ East Burdawan পূর্ব বর্ধমান গলসি Galsi Fire Galsi Oil Factory Fire