East Burdawan: হাতির তাণ্ডবে নষ্ট জমির পাকা ফসল, বড়সড় ক্ষতির আশঙ্কায় গ্রামবাসীরা | Bangla News

পূর্ব বর্ধমান জেলায় হাতির তাণ্ডব। গলসি, আউশগ্রাম হয়ে এবার গুসকরা শহরের কাছাকাছি পৌঁছল হাতির পাল। দিনকয়েক ধরেই জেলায় দাপিয়ে বেড়াচ্ছে ৪০টি হাতির দল। গলসি হয়ে হাতির পাল এখন আউশগ্রাম ব্লকে ঘোরাফেরা করছে। বন কর্মীরা বাঁকুড়ার দিকে তাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। হাতির তাণ্ডবে নষ্ট হচ্ছে পাকা ফসল। বড়সড় ক্ষতির আশঙ্কায় গ্রামবাসীরা। বন দফতরের দাবি, গতকাল গ্রামবাসীদের চিৎকারে ভয় পেয়ে যাওয়ায় হাতির দলটিকে তাড়ানো সম্ভব হয়নি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola