East Burdwan: কেতুগ্রামে স্ত্রীর হাত কেটে নেওয়ার ঘটনায় গ্রেফতার স্বামীর ২ সঙ্গী

Continues below advertisement

কেতুগ্রামে স্ত্রীর হাত কেটে নেওয়ার ঘটনায় গ্রেফতার স্বামীর ২ সঙ্গী। মুর্শিদাবাদের তালগ্রাম থেকে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম আসরফ আলি ও হাবিব শেখ। স্ত্রীর হাত কাটতে আসরফ ও হাবিবকে সুপারি দিয়ে এনেছিল শের মহম্মদ: সূত্র। আগেই রেণুর স্বামী শের মহম্মদ শেখকে গ্রেফতার করেছে পুলিশ। শের মহম্মদকে জিজ্ঞাসাবাদ করেই আসরফ ও হাবিবের হদিশ: সূত্র। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram