Pabitra Sarkar: 'বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রতি বাঙালি মধ্যবিত্তদের অকারণ মুগ্ধতা আছে' | Bangla News

Continues below advertisement

রাজ্যের সরকারি স্কুলের শিক্ষার মান নিয়ে তৃণমূলের দুই নেতার দুই মত। বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দেদার প্রশংসা তৃণমূল পুরপ্রধানের। বিধায়কের সামনেই মন্তব্য কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তর। একই মঞ্চে দাঁড়িয়ে সরকারি স্কুলকেই মান্যতা তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের। গোটা ঘটনায় শিক্ষাবিদ পবিত্র সরকারের মন্তব্য, 'এইভাবে তুলনা করা তো উচিত নয়। প্রথমত বেসরকারি ও ইংরেজি মাধ্যম স্কুলের ব্যাপারে বাঙালি মধ্যবিত্তদের একটা অকারণ মুগ্ধতা আছে। তাঁদের ঝরঝরে ইংরেজিতে আমরা হাতে স্বর্গ পেয়ে যাই, কারণ এখনও মনে মনে আমরা সাম্রাজ্যবাদের অধীনে আছি। কিন্তু সরকারি স্কুল তুলনায় খারাপ বা সেখানের শিক্ষক-শিক্ষিকারা কম আন্তরিক তা আমি মনে করি না। আমি নিজেও রিফিউজি স্কুল থেকে উঠে এসেছি।' 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram