Fruit Decoration of Grooms Car: ফুলের বদলে ফলের বাহারে সাজল বরের গাড়ি | Bangla News

লাল গোলাপ নয়, বাহারি কোনও ফুলও নয়। ফুলের বদলে বরের গাড়িজুড়ে হরেকরকম ফলের বাহার! জামালপুরের (Jamalpur) বাসিন্দা সৌরভ পাল নিজের বিয়েতে খানিক হঠকে কিছু করতে চাইছিলেন। তাই বেদানা, আঙুর, খেজুর, চেরিফলে গাড়ি সাজিয়ে গেলেন বিয়ে করতে।

ভাবনাটা ছিল বেশ কিছুদিন ধরেই। তখনই মাথায় আসে আইডিয়া। ফুল দিয়ে সাজানো বরের গাড়ি তো সকলেই দেখেছেন, তাই বাকিদের থেকে আলাদা হতে গাড়ি সাজালেন বিভিন্ন ফল দিয়ে।

অল্প কিছু ফুল ব্যবহার করা হলেও গাড়ির সামনের অংশ সাজানো হয়েছে বাহারি ফলে। গাড়ির সাজানোর দায়িত্বে থাকা শিল্পী রবীন্দ্রনাথ পাল জানান, গোটা গাড়ি সাজাতে ২২ কেজি আঙুর, আড়াই কেজি খেজুর, ৫০০ গ্রাম বেদানা এবং দেড় কেজি চেরি ব্যবহার করা হয়েছে।

জামালপুর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে বর্ধমান শহরে হবু স্ত্রীর কাছে আসার জন্য এভাবেই সাজে সৌরভের বাহন। স্বভাবতই এমন ভাবনা নজর কাড়ে সকলের। আমন্ত্রিতরাও মুগ্ধ। বাহবা দিচ্ছেন নতুন ভাবনাকে।

কমলকৃষ্ণ দে, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola