Purba Bardhaman: ট্রান্সফর্মার পুড়ে বিপর্যয়, প্রবল গরমে ১৩ দিন অন্ধকারে পূর্বস্থলীর গ্রাম।Bangla News
Continues below advertisement
পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর কাদাপাড়া গ্রামে ১৩ দিন ধরে বিদ্যুত্ নেই। গত কয়েকদিন এই এলাকার গড় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে বিদ্যুত্ না থাকায় বাসিন্দাদের দুর্ভোগ চরমে। গ্রামে প্রায় আড়াইশো পরিবার রয়েছে। ওই পরিবারগুলির বেশ কয়েকজন সদস্য অসুস্থ। তাঁরা আরও বিপদে পড়েছেন। গ্রামবাসীদের দাবি, বিদ্যুত্ দফতরকে জানিয়েও কোনও লাভ হয়নি। বিদ্যুত্ দফতরের দাবি, সপ্তাহ খানেক আগে একটি নতুন ট্রান্সফর্মার বসানো হয়েছিল। কিন্তু বিদ্যুৎ দফতরের কর্মীদের আগেই গ্রামের কয়েকজন সেই ট্রান্সফর্মার চালু করতে যান। তাতে ট্রান্সফর্মার পুড়ে গিয়েই এই বিপর্যয় হয়েছে।
Continues below advertisement
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Purbasthali Power Supply এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ East Burdawan Power Supply In Purbasthali এবিপি আনন্দ