Arms Recovery : ৪ আগ্নেয়াস্ত্র সহ অস্ত্রকারবারী গ্রেফতার আউশগ্রামে
পঞ্চায়েত ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার পূর্ব বর্ধমানে। ৪টি আগ্নেয়াস্ত্র সহ অস্ত্রকারবারীকে গ্রেফতার করল আউশগ্রাম থানার পুলিশ। ধৃতকে আজ বর্ধমান আদালতে পেশ করা হয়। পুলিশি অভিযানে বাইক সহ সইফুল খান নামে এক ব্যক্তি আটক । ধৃতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায় । বিহারে তৈরি আগ্নেয়াস্ত্র বীরভূম ও বর্ধমানে সরবরাহ করত সইফুল, দাবি পুলিশের।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Armsrecovery Ausgram