Awas Scam : ভাতারে আবাস বিক্ষোভ, তৃণমূল নেতাদের কাটমানির দাবি না মানায় বঞ্চনা | ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: তৃণমূল নেতাদের টাকার দাবি মানা হয়নি বলেই আবাস তালিকা থেকে নাম বাদ পড়েছে। এনই অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের ভাতারের বনপাস গ্রাম পঞ্চায়েতে। গতকাল নাম সভায় আবাস তালিকা ঘোষণায় নাম না থাকায় ক্ষোভে ফেটে পড়েন বঞ্চিতরা। পঞ্চায়েত প্রধানের দাবি পঞ্চায়েত থেকে নয় প্রশাসনের থেকে সমীক্ষা করা হচ্ছে। তাই নাম বাদ দেওয়ার ক্ষমতা পঞ্চায়েতের নেই।

 আরও ডানাছাঁটা হল শান্তনু সেনের। সরকারি প্রতিনিধি হিসেবে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে অপসারিত শান্তনু সেন, এমনই খবর সূত্রের। এর আগে NRS মেডিক্যালের রোগীকল্যাণ সমিতির সভাপতি পদ থেকেও সরিয়ে দেওয়া হয় তাঁকে। তৃণমূলের মুখপাত্র পদ থেকে আগেই সরানো হয়েছে তৃণমূলের চিকিৎসক নেতাকে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সরকারি প্রতিনিধি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শান্তনু সেনকে। খুব শীঘ্রই তাঁর জায়গায় অন্য কাউকে স্থলাভিষিক্ত করা হবে। 

এই সিদ্ধান্তের কথা অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। কারণ, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি এর আগে স্বাস্থ্য সচিবকে চিঠি লিখেছিলেন, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সরকারি প্রতিনিধি পদ থেকে শান্তনু সেনকে যেন সরিয়ে দেওয়া হয়। কারণ, বেশকিছু বৈঠকে তিনি আসেননি। মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে তিনবারের বেশি উপস্থিত না থাকলেই তাঁকে সরিয়ে দেওয়া যায়। সেইমতো স্বাস্থ্য দফতরকে চিঠি লিখেছিলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পাল্টা চিঠি লিখেছিলেন শান্তনু সেন। স্বাস্থ্য সচিব এবং রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতিকে চিঠি লিখেছিলেন। শেষমেশ দেখা গেল, স্বাস্থ্য দফতরের তরফ থেকে মেডিক্যাল কাউন্সিলের সভাপতির সুপারিশই মেনে নেওয়া হল।  

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram