East Mednipore: আগে বামেরা সন্ত্রাসের রাজনীতি করত, এখন সেটাই করছে বিজেপি, ভাইরাল ভিডিও ইস্যুতে তোপ তৃণমূলের । Bangla News
Continues below advertisement
বোমা-বন্দুক নিয়ে বিরোধীদের রুখে দেওয়ায় দলীয় নেতাকে বাহবা! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে কাঁথির আইএনটিটিইউসি সভাপতি। ‘দুঃসময়ে যিনি বোমা-বন্দুক নিয়ে বিরোধীদের রুখে দিয়েছিলেন, তাঁর কথা প্রথমেই স্মরণ করতে হবে, সম্মান দিতে হবে। সেই জন্যই দল তাঁকে ফের সভাপতি করেছে।’ তৃণমূলের অঞ্চল সভাপতির প্রশংসায় কাঁথির আইএনটিটিইউসি সভাপতি। ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে কাঁথির আইএনটিটিইউসি সভাপতি।
"আগে বামেরা সন্ত্রাসের রাজনীতি করত, এখন সেটাই করছে বিজেপি। সন্ত্রাসের রাজনীতিকে রুখে দিতে বলাই মাইতিকে অঞ্চল সভাপতি করা হয়েছে।" কাঁথির আইএনটিটিইউসি সভাপতিকে সমর্থন জেলা সভাপতির
Continues below advertisement
Tags :
TMC ABP Ananda Viral ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Contai Kanthi এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ