Purba Mednipur:মিড ডে মিল রান্নার সময় আগুন, কোলাঘাটে কোনওক্রমে প্রাণরক্ষা পড়ুয়াদের।Bangla News
Continues below advertisement
পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে মিড ডে মিল রান্নার সময় স্কুলে আগুন। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। কোলাঘাটের যোগীবেড়-কুমারহাট প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। আগুন লাগার সময় স্কুলের একতলা ও দোতলায় ক্লাস চলছিল। তিনতলার হল ঘরে রান্না হচ্ছিল মিড ডে মিলের। সেই সময়ে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। স্কুলের ছাত্রদের কোনওক্রমে বাইরে নিয়ে আসা হয়। স্কুল কর্মীদের চেষ্টার পরে আগুন নেভে।
Continues below advertisement
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Purba Medinipur Kolaghat Medinipur News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Purba Medinipur News Fire At School