BJP: খেজুরিতে ১২ ঘণ্টার বন্ধ পালন বিজেপির, কী তাদের অভিযোগ ?
মিথ্যা মামলায় ফাঁসিয়ে বিজেপি নেতাকে গ্রেফতারের অভিযোগে খেজুরিতে ১২ ঘণ্টার বন্ধ পালন করল বিজেপি। কোথাও গাছের গুঁড়ি ফেলে অবরোধ। কোথাও আবার বন্ধ করা হল ফেরি সার্ভিস। বনধের আঁচ গিয়ে পড়ে নন্দীগ্রামেও। তেখালি ব্রিজের সামনে পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।