Purulia: চলন্ত ট্রেন থেকে লাফিয়ে আর একটু হলেই চাকার তলায়! পরিত্রাতা RPF কনস্টেবল | Bangla News

Continues below advertisement

কথায় বলে, রাখে হরি মারে কে। এখানে অবশ্য হরির ভূমিকায় এক আরপিএফ (RPF) কনস্টেবল। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া (Purulia) স্টেশনে। সাঁতরাগাছিগামী আনন্দবিহার-সাঁতরাগাছি এক্সপ্রেসে ভুল করে উঠে পড়েন দুই মহিলা। ভুল যখন বুঝলেন তখন চাকা গড়াতে শুরু করেছে। তাড়াহুড়ো করে ট্রেন থেকে লাফ। একজন মোটামুটি নিরাপদে মাটিতে পড়লেও আর একজন আর একটু হলেই চলে যাচ্ছিলেন চাকার তলায়। দৌড়ে এসে বাঁচালেন আরপিএফ কনস্টেবল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram