Smoke Cannister Incident: সংসদ ভবনের বাইরে বিক্ষোভ, বাংলার ছাত্রকে ভিডিও শেয়ার ললিতের!
সংসদে হানার (Smoke Cannister Incident) পর থেকেই খোঁজ ছিল না ললিতের। সংসদ ভবনের বাইরে বিক্ষোভ, বাংলার ছাত্রকে ভিডিও শেয়ার ললিতের! সংসদ ভবনের বাইরে বিক্ষোভের ভিডিও শেয়ার হালিশহরের কলেজ ছাত্রকে?ললিত-যোগে হালিশহরের নীলাক্ষ আইচের মিলল খোঁজ। এপ্রিলে একটি অনুষ্ঠানে ললিতের সঙ্গে পরিচয়, দাবি নীলাক্ষ আইচের। কলকাতায় থাকতেন বলে দাবি করেছিলেন ললিত, দাবি নীলাক্ষ আইচের। পুরুলিয়ায় (Purulia) আদিবাসীদের শিক্ষা নিয়ে কাজ করা এনজিও-র সঙ্গেও যুক্ত নীলাক্ষ।