Purulia News: টানা বৃষ্টির জেরে হঠাৎ করে ধস পাহাড়ে, পাহাড় রক্ষার  আবেদন স্থানীয় বাসিন্দাদের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: টানা বৃষ্টির জেরে হঠাৎ করে ধস পাহাড়ে । মঙ্গলবার সাঁওতালডি থানার অন্তর্গত পাহাড়িগোড়া পাহাড়ে ধস । হঠাৎ করে ধস নামায় আতঙ্ক এলাকায় । অবিলম্বে পাহাড় রক্ষার  আবেদন স্থানীয় বাসিন্দাদের

আরও খবর..

সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ, রেজিস্ট্রেশন বাতিল করছে কাউন্সিল। সন্দীপের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত রাজ্য মেডিক্যাল কাউন্সিলের । ১১ দিনেও শোকজের জবাব না আসায় রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত। রেজিস্ট্রেশন বাতিলের জন্য কাল বিজ্ঞপ্তি: রাজ্য মেডিক্যাল কাউন্সিল

খাস কলকাতায় ফের আক্রান্ত উর্দি, আরও ২জন গ্রেফতার । ট্যাংরায় দলবল নিয়ে একের পর এক পুলিশকে মার, গাড়ি ভাঙচুর ! নাকা চেকিংয়ের সময় পুলিশ আটকাতেই বাইক বাহিনীর তাণ্ডব ! বিশ্বকর্মা পুজোর রাতে নাকা চেকিংয়ের সময় পুলিশের উপর চড়াও। বাইক থামিয়ে নথি দেখতে চাওয়ার অপরাধ! দলবল নিয়ে হামলা ! ট্রাফিক সার্জেন্ট, কনস্টেবল, সিভিক ভলান্টিয়ারকে মারধর। পুলিশ পিটিয়ে ভেঙে দেওয়া হল গাড়ির উইন্ডস্ক্রিন ! সিসি ফুটেজ দেখে গ্রেফতার ৩, বাকি অভিযুক্তরা এখনও অধরা ! পুলিশ পিটিয়ে আটক বাইক নিয়ে হামলাকারীরা উধাও ! 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram