Purulia Murder Arrest : পুরুলিয়ায় বাবা-ছেলেকে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার ৩ বানজারা
মাত্র ৬ হাজার টাকার জন্য পুরুলিয়ায় বাবা-ছেলেকে পিটিয়ে খুন। দাবি পুলিশের। এক সপ্তাহের মাথায়, পুরুলিয়ায় পেট্রোল পাম্পের ম্যানেজার ও তাঁর ছেলেকে খুনের কিনারা। তিন বানজারাকে গ্রেফতার করল পুলিশ। টাকা লুঠে বাধা দেওয়াতেই খুন, প্রাথমিক তদন্তের পর দাবি পুলিশের। গত শনিবার রাতে, পেট্রোল পাম্প থেকে ফেরার পথে, বাড়ির কাছেই খুন হন পাম্পের ম্যানেজার মদনচন্দ্র পাণ্ডে ও তাঁর ছেলে কানাইলাল পাণ্ডে। ধৃতরা চুরি, ছিনতাইয়ে যুক্ত থাকলেও তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আগে ওঠেনি বলে পুলিশের দাবি।
Tags :
Arrest Murder ABP Ananda Purulia ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ